ঢাকা থেকে বরগুনাগামী যাত্রীবাহী লঞ্চ ‘এমভি অভিযান-১০’ এ অগ্নিকাণ্ডের ঘটনায় সুগন্ধা নদী থেকে আরও একটি মরদেহ ভেসে উঠেছে।
উদ্ধার অভিযান থেকে ঝালকাঠি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন মাস্টার মো. শফিকুল ইসলাম জানান, লঞ্চঘাট এলাকার সুগন্ধা নদীর মাঝ নদীতে এ মরদেহ ভেসে উঠতে দেখা গেছে। মরদেহটি পোড়া লঞ্চের যাত্রী বলেই ধারণা করা হচ্ছে। মরদেহটি পুরুষের।
বিজ্ঞাপন
জীবন গড়ি ইসলামের পথে |
এর আগে সোমবার (২৭ ডিসেম্বর) সকালে ঝালকাঠির বিশখালী নদীর নাপিতের খাল এলাকা থেকে আনুমানিক ৩৫ বছরের এক যুবকের মরদেহ উদ্ধার হয়। এ নিয়ে নদী থেকে ভাসমান দুটি মরদেহ উদ্ধার হয়।
বিজ্ঞাপন
"RSM News Bangla" Youtube Channel |
উল্লেখ্য, বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) দিবাগত রাত তিনটার দিকে ঝালকাঠির সুগন্ধা নদীতে বরগুনাগামী লঞ্চ এমভি অভিযানে অগ্নিকাণ্ডে ৩৮ জনের মৃত্যু হয়। ঘটনার চুতর্থ ও পঞ্চম দিনে জনের মরদেহে নদী থেকে উদ্ধার হয়। প্রাণ বাঁচাতে নদীতে ঝাপ দিয়ে অনেক যাত্রী নিখোঁজ রয়েছে। ঝালকাঠি রেডক্রিসেন্ট সোসাইটি ৫১ নিখোঁজ যাত্রীর তালিকা তৈরি করেছে।