শুক্রবার, ৭ জানুয়ারী, ২০২২

১১৪৬ জনের করোনা শনাক্ত, হার ৫.৬৭ শতাংশ



 দেশে করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় মৃত সংখ্যা বেড়ে দাঁড়ালো ২৮ হাজার ৯৮ জনে। ।

একই সময়ে নতুন রোগী শনাক্ত হয়েছে ১ হাজার ১৪৬ জন। ফলে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৯১ হাজার ৯৩ জনে। গতকাল শনাক্তের হার ছিল ৪ দশমিক ৮৬ শতাংশ। আজ তা বেড়ে দাঁড়িয়েছে ৫ দশমিক ৬৭ শতাংশে। 

গতকাল বৃহস্পতিবার দেশে করোনায় ৭ জনের মৃত্যু হয়। একই সময়ে শনাক্ত হন ১ হাজার ১৪০ জন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় ২০ হাজার ৮৯০টি নমুনা সংগ্রহ ও ২০ হাজার ২০৪টি নমুনা পরীক্ষা করা হয়। মোট শনাক্তের হার ১৩ দশমিক ৬৮ শতাংশ।

শুক্রবার (৭ জানুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের করোনাবিষয়ক এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন:

Author: verified_user

ই-মেইল:rsmnewsbangla24@gmail.com